পাকিস্তান শাসনামলে বাংলাদেশ

পাকিস্তান শাসনামলে বাংলাদেশ

1। ঐতিহাসিক ২১ দফা দাবির প্রথম দাবিটি কি ছিল
উত্তরঃ বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা
2। পাকিস্তান শাসনতান্ত্রিক পরিষদের ধারা বিবরণীতে বাংলা ভাষাকে ব্যবহারের দাবি কে প্রথম করেছিলেন ?
উত্তর দেখুন ঘ) ধীরেন্দ্রনাথ দত্ত
3। ছয় দফা দাবি প্রথম কোথায় উত্থাপন করা হয়
উত্তর দেখুন খ) লাহোরে
4। তদানীন্তন পূর্ব পাকিস্তানের জন্য তখনকার বিরোধী দলগুলোর এক সম্মেলনে বঙ্গবন্ধু মুজিবুর রহমান ছয়দফা দাবি পেশ করেন। ঐ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল
উত্তর দেখুন গ) লাহোরে
5। কত সালে রাষ্ট্র ভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয় ?
উত্তর দেখুন ক) ১৯৪৮
6। তৎকালীন পাকিস্তানে বাংলা ভাষা রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি লাভ করে
উত্তর দেখুন গ) ১৯৫৬
7। পূর্ব বঙ্গ জমিদারী দমন ও প্রজাস্বত্ব আইন কবে প্রণীত হয় ?
উত্তর দেখুন ক) ১৯৫০
8। তমুদ্দন মজলিশ কোন সালে গঠিত হয় ?
উত্তর দেখুন গ) ১৯৪৭
9। ছয়দফা ঘোষণা করা হয় কবে ?
উত্তর দেখুন ক) ৫ ফেব্রুয়ারি, ১৯৬৬
10। আওয়ামী লীগের ছয়দফা প্রথম ঘোষণা করা হয়
উত্তর দেখুন ক) লাহোরে
11। সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি কোন সালে গঠিত হয় ?
উত্তর দেখুন ক) ১৯৪৮
12। আগরতলা ষড়যন্ত্র মামলা কেন প্রত্যাহার করা হয়েছিল ?
উত্তর দেখুন ক) গণ-আন্দোলনের জন্য
13। ১৯৬৬ সালের ছয় দফার কর্মসূচির মূল বক্তব্য কি ছিল ?
উত্তর দেখুন খ) পূর্ব বাংলার স্বায়ত্ত্বশাসন
14। ১৯৭০ সালে পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচনে কোন দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ?
উত্তর দেখুন খ) আওয়ামী লীগ
15। ৭ মার্চ রেসকোর্স ময়দানে শেখ মুজিবুর রহমানের বিখ্যাত ভাষণের মূল বক্তব্য কি ?
উত্তর দেখুন ক) স্বাধীনতা তথা মুক্তি সংগ্রামের ঘোষণা
16। হানাদার পাকিস্তানি সেনারা কবে কখন বঙ্গবন্ধুর ধানমন্ডির বাড়ি আক্রমণ করে ?
উত্তর দেখুন খ) ২৫ মার্চ ১৯৭১
17। ১৯৪০ সালের কত তারিখে লাহোর প্রস্তাব গৃহীত হয় ?
উত্তর দেখুন ক) ২৩ মার্চ
18। লর্ড মাউন্ট ব্যাটেন ভারত বিভাগ নীতি ঘোষণা করেন
উত্তর দেখুন গ) ৩ জুন ১৯৪৭
19। ব্রিটিশ পার্লামেন্টে কবে ভারত স্বাধীনতা আইন পাস হয় ?
উত্তর দেখুন ক) ১৮ জুলাই ১৯৪৭
20। পাকিস্তান কত তারিখে স্বাধীন হয় ?
উত্তর দেখুন খ) ১৪ আগস্ট ১৯৪৭
21। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি তারিখে তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন কে
উত্তর দেখুন ঘ) খাজা নাজিমুদ্দীন
22। সর্বপ্রথম রাষ্ট্র ভাষা সংগ্রামের পরিষদ গঠিত হয়
উত্তর দেখুন ক) তমদ্দুন মজলিশের উদ্যোগে
23। কবে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় ?
উত্তর দেখুন ক) ২ মার্চ ১৯৪৮
24। ১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্ট ৩০৯টির মধ্যে কতটি আসন লাভ করে ?
উত্তর দেখুন গ) ২২৩
25। কখন আওয়ামী লীগ গঠিত হয়
উত্তর দেখুন খ) ১৮ জুন ১৯৫৫
26। কোন সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা বাতিল হয় ?
উত্তর দেখুন গ) ১৯৫০
27। কবে যুক্তফ্রন্ট গঠিত হয়
উত্তর দেখুন খ) ১৯৫৩ সালের ৪ ডিসেম্বর
28। কয়টি বিরোধী দলের সমন্বয়ে যুক্তফ্রন্ট গঠিত হয় ?
উত্তর দেখুন ঘ) ৪ দল
29। কত তারিখে সর্বদলীয় ছাত্রসংগ্রাম পরিষদ গঠিত হয় ?
উত্তর দেখুন খ) ৬ জানুয়ারি ১৯৬৯
30। কত তারিখে আইয়ুব খান ইয়াহিয়া খানের হাতে ক্ষমতা ছেড়ে দেন ?
উত্তর দেখুন গ) ২৫ মার্চ ১৯৬৯
31। কত সালে আওয়ামী মুসলিম লীগ গঠিত হয় ?
উত্তর দেখুন খ) ১৯৪৯ সাল
32। কত সালে আওয়ামী মুসলিম লীগ নাম হতে মুসলিম শব্দটি বাদ দিয়ে নামকরণ করা হয় আওয়ামী লীগ ?
উত্তর দেখুন খ) ১৯৪৪
33। আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কে ছিলেন ?
উত্তর দেখুন ক) মাওলানা ভাসানী
34। কোন আইনের অধীনে ১৪ আগষ্ট পাকিস্তান স্বাধীনতা লাভ করে ?
উত্তর দেখুন ঘ) ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট
35। পাকিস্তানের প্রথম গর্ভনর জেনারেল পদ কে গ্রহন করেন ?
উত্তর দেখুন ঘ) মোহাম্মদ আলী জিন্নাহ
36। ১৯৪৭ সালের কত তারিখে র্যাডক্লিফ রোয়েদাদ মোতাবেক ভারতবর্ষ বিভক্ত হয় ?
উত্তর দেখুন ঘ) ১৭ আগস্ট
37। দেশ বিভাগের পর পূর্ব বাংলার প্রথম মূখ্যমন্ত্রী কে নিযুক্ত হন ?
উত্তর দেখুন খ) খাজা নাজিম উদ্দিন
38। পূর্ব পাকিস্তান কত বছর পাকিস্তানের অধীনে ছিল ?
উত্তর দেখুন গ) ২৪ বছর
39। কত সালে পাকিস্তানের প্রথম শাসনতন্ত্র কার্যকরী হয় ?
উত্তর দেখুন গ) ১৯৫৬ সালে
40। পাকিস্তানের জাতীয় দিবস কত তারিখ
উত্তর দেখুন ক) ২৩ মার্চ
41। কে সর্বপ্রথম পাকিস্তান গণপরিষদের প্রথম অধিবেশনে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি উত্থাপন করেন ?
উত্তর দেখুন খ) ধীরেন্দ্রনাথ দত্ত
42। পশ্চিম পাকিস্তানের শতকরা কত জনের ভাষা উর্দু ছিল ?
উত্তর দেখুন গ) ৭.০৫%
43। মোহাম্মদ আলী জিন্নাহ প্রবর্তিত দ্বি জাতি তত্ত্ব কত সালে ঘোষণা করা হয় ?
উত্তর দেখুন খ) ১৯৩৯
44। ভারত পাকিস্তানের মধ্যকার যুদ্ধ বিরতি হয় সিমলা চুক্তি’র মাধ্যমে। সিমলা ভারতের কোন প্রদেশের রাজধানী ?
উত্তর দেখুন গ) হিমাচল
45। পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন
উত্তর দেখুন ক) ইস্কান্দার মির্জা
46। শেখ মুজিবুর রহমান প্রথমবারের মতো আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন ১৯৬৬ সালের
উত্তর দেখুন ক) ১ মার্চ
47। একুশের প্রথম গান কে রচনা করেন ?
উত্তর দেখুন খ) মশাররফ হোসেন
48। আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি রচয়িতা কে ?
উত্তর দেখুন ক) আব্দুল গাফফার চৌধুরী
49। বঙ্গবন্ধু পূর্ব বাংলার নামকরণ বাংলাদেশ করেন
উত্তর দেখুন ক) ১৯৬৯
50। বাংলা একাডেমী কত সালে প্রতিষ্ঠিত হয়
উত্তর দেখুন খ) ১৯৫৫
51। ১৯৫৪ সালে প্রাদেশিক নির্বাচনের পর কে পূর্ব বাংলায় যুক্তফ্রন্ট মন্ত্রিসভায় প্রথম মূখ্যমন্ত্রী হন ?
উত্তর দেখুন গ) এ কে ফজলুল হক
52। কত সালে মুসলিম লীগ কর্তৃক লাহোর প্রস্তাব সংশোধন করে মুসলিম সংখ্যাগরিষ্ট দুটি এলাকা নিয়ে একটি রাষ্ট্র গঠনের পরিকল্পনা করেন ?
উত্তর দেখুন ঘ) ১৯৪৬
53। কোথায় শেখ মুজিবুর রহমান ছয়দফা কর্মসূচি ঘোষণা করেন ?
উত্তর দেখুন খ) লাহোরে
54। পাকিস্তানের প্রথম সাধারণ পরিষদ নির্বাচেনে আওয়ামী লীগ কতটি আসন লাভ করেন
উত্তর দেখুন খ) ১৬৭টি
55। এ কে ফজলুল হক পূর্ব বাংলার গর্ভনর নিযুক্ত হন কবে ?
উত্তর দেখুন গ) ১৯৫৬
56। ১৯৬৯ সালের বাংলার গর্ভনর কে ছিলেন ?
উত্তর দেখুন গ) মোনায়েম খান
57। ১৯৭০ সালের প্রাদেশিক পরিষদের নির্বাচনে পূর্ব পাকিস্তানের ৩০০ আসনের মধ্যে আওয়ামী লীগলাভ করে কতটি আসন ?
উত্তর দেখুন খ) ২৮৮টি
58। ঢাকায় মুজিব ইয়াহিয়া খানের মধ্যে বৈঠক শুরু হয়
উত্তর দেখুন খ) ১৬ মার্চ ১৯৭১
59। আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি ছিলেন কে ?
উত্তর দেখুন খ) শেখ মুজিবুর রহমান
60। করাচিতে বিরোধী দলের সম্মেলন কবে অনুষ্ঠিত হয় ?
উত্তর দেখুন গ) ১৯৬৬
61। পাকিস্তান জাতীয় পরিষদের প্রথম অধিবেশন কোথায় বসে ?
উত্তর দেখুন ঘ) ঢাকা
62। মার্চ ৭১ শুরু হওয়া গণহত্যার নাম কি ছিল
উত্তর দেখুন ক) অপারেশন সার্চ লাইট
63। পাকিস্তান গণপরিষদের প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয় ?
উত্তর দেখুন গ) ১৯৪৮
64। শাসনতন্ত্র অনুযায়ী পাকিস্তানের নামকরণ কি হয়েছিল ?
উত্তর দেখুন গ) ইসলামিক রিপাবলিক অব পাকিস্তান
65। পাকিস্তানের প্রথম রাজধানী ছিল ?
উত্তর দেখুন গ) করাচি
66। পাক ভারত যুদ্ধ কবে সংঘটিত হয় ?
উত্তর দেখুন ঘ) ১৯৬৫
67। যুক্তফ্রন্ট মন্ত্রিসভায় শেখ মুজিব কোন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন ?
উত্তর দেখুন খ) শিল্প মন্ত্রণালয়
68। পূর্ব বাংলায় প্রথম গভর্নর কে ছিলেন ?
উত্তর দেখুন গ) ফজলুল হক
69। প্রথম কোথায় বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয় ?
উত্তর দেখুন ক) ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র সভায়
70। প্রথম কবে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয় ?
উত্তর দেখুন গ) ২ মার্চ ১৯৭১ৎ
71। চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা পাঠ করা হয়
উত্তর দেখুন খ) ২৬ মার্চ ১৯৭১
72। মুক্তিযুদ্ধ চলাকালীন প্রবাসী বাংলাদেশের অর্থমন্ত্রী ছিলেন কে ?
উত্তর দেখুন ক) এম মনসুর আলী
73। বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়েছিল
উত্তর দেখুন ঘ) ১০ এপ্রিল ১৯৭১
74। আইয়ুব খান কবে ক্ষমতা দখল করে
উত্তর দেখুন গ) ২৭ অক্টোবর ১৯৫৮
75। পাকিস্তান গণপরিষদ সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত কোন দলের প্রতিনিধি ছিলেন ?
উত্তর দেখুন ক) কংগ্রেস
76। ধীরেন্দ্র নাথ দত্তের বাড়ি কোন জেলায় ?
উত্তর দেখুন ক) কুমিল্লা
77। সমগ্র পাকিস্তানের শতকরা কতজনের ভাষা ছিল বাংলা ?
উত্তর দেখুন গ) ৫৬.৪০%
78। ভাষাভাষী জনগোষ্ঠীর দিক থেকে সমগ্র পাকিস্তানের প্রথম বৃহত্তম ভাষা ছিল বাংলা। দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠীর ভাষা কি ছিল ?
উত্তর দেখুন গ) পাঞ্জাবি
79। কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি কবিতাটির রচয়িতা কে ?
উত্তর দেখুন ক) মাহবুবুল আলম চৌধুরী
80। ভাষা সংগ্রামের উপর প্রথম কবিতা রচনা করেন কে ?
উত্তর দেখুন গ) মাহবুবুল আলম চৌধুরী
81। একুশের ভাষা আন্দোলনের সংগ্রাম প্রথম সম্পাদনব করেন কে ?
উত্তর দেখুন ক) হাসান হাফিজুর রহমান
82। ১৯৬৬ সালের ঘোষিত ছয়দফা কর্মসূচির মূল বক্তব্য কি ছিল ?
উত্তর দেখুন খ) পূর্ব বাংলার স্বায়ত্তশাসন
83। ১৯৭০ সালে পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচনে কোন দল একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ?
উত্তর দেখুন খ) আওয়ামী লীগ
84। ১৯৬৬ সালের ৫ তারিখে বিরোধী দলীয় সম্মেলনে শেখ মুজিবুর রহমান ছয়দফা ঘোষণা করেন। সম্মেলনটি কোথায় হয়েছিল ?
উত্তর দেখুন গ) লাহোরে
85। ৭ মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিখ্যাত ভাষণের মূল বক্তব্য কি ?
উত্তর দেখুন ক) স্বাধীনতা সংগ্রাম তথা মুক্তি সংগ্রামের ঘোষণা



Post a Comment

0 Comments