Sentence ( বাক্য)

Sentence কি ? Sentence বলতে কি বুঝায় ? Sentence কত প্রকার ও কি কি ?

Sentence (বাক্য): 

দুই বা ততদিক word বা শব্দ সমষ্টি একত্রে মিলিত হইয়া যখন একটি পূর্নাঙ্গ মনের ভাব প্রকাশ করে তখন তাকে Sentence বা বাক্য বলে ।

যেমন :
1. আমি ভাত খাই - I eat rice.
2. তাহারা মাঠে খেলিতেছে - They are playing in the field.
3. আল্লাহ তোমার মঙ্গল করুক - May Allah bless you.
4. এদিকে এসো - Come here.
5. হায় ! লোকটি মারা গেছে - Alas ! The Man is dead.

Sentence এর প্রকারভেদ : অর্থ অনুসারে Sentence কে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে ।যেমন:


1. Assertive Sentence ( বর্ণনা মূলক বাক্য)
2. Interrogative Sentence ( প্রশ্নবোধক বাক্য )
3. Imperative Sentence ( অনুঙ্গাসূচক বাক্য )
4. Optative Sentence ( প্রার্থনাসূচক বাক্য )
5. Exclamatory Sentence ( বিস্ময় সূচক বাক্য)

1.Assertive Sentence(বর্ণনামূলক বাক্য): যে Sentence এ কোন কিছু বর্ণনা করে বা বিবৃতি প্রদানকরে তাকে Assertive Sentence বা বর্ণনামূলক বাক্য বলে ।
যেমন:
1.আমি বই পড়ি - I read a book.
2. সে স্কুলে যায় - He goes to school.
3. জেলরা মাছ ধরিতেছে - The fishermen are catching fish.
4. মা রান্না করিতেছে - Mother is cooking.
5. আলিমা টাইপ করিতেছে - Alima is typing.
 6. সুইটি খেলিতেছে - Sweety is playing.
 7. স্বপন কাজটি করিয়াছে - Swapan has done the work.
8. রাজু এসেছে - Raju has come.
9. সাদিয়া বই পড়িয়াছে - Sadia has read a book.


 2,Interrogative Sentence ( প্রশ্নবোধক বাক্য ) : যে Sentence দ্বারা কোন প্রশ্ন করা হয় বা কোন কিছু জিজ্ঞাসা করা হয় তাকে Interrogative Sentence বা প্রশ্নবোধক বাক্য  বলে ।
যেমন :
1. আমি কি বই পড়ি ? -Do I read a book ?
2. সে কি স্কুলে যায় ? - Does he go to School ?
3. জেলেরা কি মাছ ধরিেতেছে ? - Are the fishermen catching fish ?
4. মা কি রান্না করিতেছে ? - Is Mother cooking ?
5. আলিমা কি টাইপ করিতেছে ? - Is Alima typing ?
6.  চৈতী কি খেলিতেছে ? - Is Chaity playing?
7. স্বপন কি কাজটি করিয়াছে ? -Has Swapan done the work ?
8. রাইশা কি পড়িতেছে ? - Is Raisha reading ?
9. মহিমা কি আঁককিতেছে - Is Mohima drawing ?
10. মাহা কি খেলিতেছে ? - Is Maha playing ?



3.Imperative Sentence ( অনুজ্ঞাসূচক বাক্য ) : যে Sentence দ্বারা আদেশ, উপদেশ বা অনুরোধ করা বুঝায় তাকে Imperative Sentence বা অনুজ্ঞাসূচক বাক্য বলে ।
যেমন :
1. এদিকে এসো - Come here.
2. কলমটি আন - Bring the pen.
3. বাইরে যাও - Go out.
4. মিথ্যা বলিবে না - Do not tell a lie.
5. মিথ্যা বলা মহাপাপ - To tell a lie is a great sin.
7.এখান থেকে বের হয়ে যাও - Get out from here.
8. বের হও - Get out.
9. আমাকে ফোন করার চেষ্টা করবে না - Do not try to call me.
10. কখনো আমার বাড়িতে আসার চেষ্টা করিবে না - Never try to come my house.

4.Optative Sentence (প্রার্থনাসূচক বাক্য) : যে Sentence দ্বারা মনের ইচ্ছা বা প্রার্থনা করা বুঝায় তাকে Optative Sentence বা প্রার্থনাসূচক বাক্য বলে ।
যেমন:
1. আল্লহ তোমার মঙ্গল করুক - May Allah bless you.
2. বাংলাদেশ দীর্ঘজিবী হউক - live long Bangladesh.
3. আল্লাহ  তোমাকে সাহায্য করুক - May Allah help you.

Exclamatory Sentence ( বিস্ময় সূচক বাক্য ) : যে Sentence দ্বারা  বিস্ময় বা মনের আবেগ প্রকাশ করে তাকে Exclamatory Sentence বা বিস্ময় সূচক বাক্য বলে ।
যেমন :
1. কি সুন্দর শিশুটি - How beautiful the baby is !
2. কেমন বোকা তুমি - How fool you are !
3.কি আরামদায়ক বিছানাটি - How comfortable the bed is !
 4. হায় ! লোকটি মারা গেছে - Alas ! The man is dead.


Post a Comment

0 Comments