কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্সের MCQ পরীক্ষার প্রশ্ন

কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্সের MCQ পরীক্ষার প্রশ্নের সম্পূর্ণ সমাধান
পরীক্ষার তারিখ: 12-07-2019


বাংলা অংশ সমাধানঃ
১. ‘কিরণ’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

উত্তরঃ ময়ূখ

২. ‘প্রাণভয়’ শব্দের সঠিক ব্যাসবাক্য কোনটি?

উত্তরঃ প্রাণ হারনোর ভয় ( প্রাণ যাওয়ার ভয়  সঠিক হয় কিন্তু এটি নেই বলে প্রাণ হারনোর ভয় উত্তর করা যায়)

৩. ‘বক দেখানো’ বাগধারাটির অর্থ কি?

উত্তরঃ অশোভন বিদ্রুপ করা

৪.‘ শ্বশ্রু’ শব্দের অর্থ কি?

উত্তরঃ শাশুড়ি

৫. ‘সরব’ শব্দের ‘স’ উপসর্গ কি অর্থ প্রকাশ করে?

উত্তরঃ সঙ্গে

৬.‘ চৌহদ্দি’ শব্দটি কোন  দুটি ভাষা থেকে আগত শব্দের সমন্বয়ে গঠিত?

উত্তরঃ ফারসি ও আরবি

৭. নিচের কোন শব্দগুচ্ছ ণত্ব ও ষত্ব বিধান অনুসারে সঠিক?

উত্তরঃ ভাষণ, গ্রন্থ, জিনিস

৮. নিচের কোন সন্ধি বিচ্ছেদটি সঠিক নয়?

উত্তরঃ তদ+রূপ ( সঠিক তৎ +রূপ)

৯. যে শব্দ প্রত্যয় বা উপসর্গ যোগে মূল শব্দ অনুগামী না হয়ে অন্য কোন বিশিষ্ট অর্থ বুঝা যায় কোন ধরনের শব্দ বলে?

উত্তরঃ রূঢ়ি শব্দ

১০. একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোন যদি জন্য ব্যবহৃত হয়?

উত্তরঃ কোলন

১১. নিচের কোন বানানটি শুদ্ধ?

উত্তরঃ ষাণ্মাসিক

১২. Etiquette শব্দের সঠিক পরিভাষা কোনটি?

উত্তরঃ শিষ্টাচার

১৩.নিচের কোন শব্দটি‘ বৃক্ষ’ শব্দের সমার্থক নয়?

উত্তরঃ শৃঙ্গী

১৪. ‘বেশ এক ঘুম ঘুমিয়েছি’এ বাক্যে নিম্নরেখ শব্দটি কোন পদ?

উত্তরঃ  সমধাতুজ কর্ম

১৫. নিচের কোন উপন্যাসটির রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়?

উত্তরঃ রজনী

১৬.‘ বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান’ কে সম্পাদনা করেন?

উত্তরঃ ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ

১৭.‘ সনাতন পাঠক’ কোন সাহিত্যিকের ছদ্মনাম?

উত্তরঃ  সুনীল গঙ্গোপাধ্যায়

১৮.‘ কথার তবুড়ি’ এর অর্থ কি?

উত্তরঃ অনর্গল কথা

১৯.‘বড় ভাই থাকতে ছোট ভাইয়ের বিয়ে’ এর এক কথায় প্রকাশ কি?

উত্তরঃ পরিবেদন

২০.‘প্রতীচ্য’ শব্দের বিপরীত শব্দ কোনটি?

উত্তরঃ প্রাচ্য

সাধারন জ্ঞান অংশ সমাধানঃ
৬১. ভৌগোলিকভাবে বাংলাদেশের কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে?

উত্তরঃ মুন্সিগঞ্জ

৬২. জার্মানি কর্তৃক জার্মান-ফ্রান্স সীমান্তে নির্মিত সীমারেখার নাম কি?

উত্তরঃ সিগফ্রিড লাইন

৬৩. সম্প্রতি কোন দেশের সাবেক প্রেসিডেন্ট আদালত কক্ষ মারা যান?

উত্তরঃ মিশর

৬৪.‘ গোলান মালভূমি’ কোন দুটি দেশের মধ্যে বিদ্যমান বিরোধপূর্ণ অঞ্চল?

উত্তরঃ সিরিয়া ও ইসরাইল

৬৫. উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে কোন প্রতিষ্ঠানটি গঠিত হয়?

উত্তরঃ NATO

৬৬. আমাজান বনভূমি নিচের কোন দেশের অংশ নয়?

উত্তরঃ  আর্জেন্টিনা

৬৭. বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোনটি?

উত্তরঃ মেসোপটেমিয়া

৬৮. ‘মুক্তির গান’ চলচ্চিত্রের পরিচালক কে?

উত্তরঃ  তারেক মাসুদ

৬৯. বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মেয়াদকাল কত বছর?

উত্তরঃ  ১৫ বছর

৭০. MS Office এর কোন সফটওয়্যার টি ডাটাবেজ নিয়ে কাজ করে?

উত্তরঃ  MS Access

৭১. একদিনের ক্রিকেট বিশ্বকাপে এক ইনিংসে সর্বোচ্চ রান করেছেন কে?

উত্তরঃ  মার্টিন গাপটিল (২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপে মার্টিন গাপটিল সর্বাধিক অপরাজিত ২৩৭* রান করেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে)

৭২. MS Word এ table of contents তৈরি করার অপশন নিচের  কোন ট্যাব এ পাওয়া যায়?

উত্তরঃ  Insert

৭৩. ২০১৮ সালে বাংলাদেশের কোন খাতে সর্বোচ্চ বৈদেশিক বিনিয়োগ এসেছে?

উত্তরঃ বিদ্যুৎ

৭৪. MS PowerPoint এ গ্রাফ এবং চার্ট তৈরি করার অপশন নিচের কোন ট্যাব এ পাওয়া যায়?

উত্তরঃ  Insert

৭৫. মুক্তিযুদ্ধের সময় ফরিদপুর জেলা কত নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল?

উত্তরঃ সেক্টর ২

৭৬. চিরহরিৎ বৃক্ষের বনভূমি নিচের কোন জেলায় দেখা যায়?

উত্তরঃ বান্দরবন

৭৭. নিচের কোনটি বাংলাদেশের জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে?

উত্তরঃ হিমসাগর আম ( খিরসাপাতি আমের অপর নাম হিমসাগর আম)

৭৮. পাল শাসন আমলের ঐতিহাসিক পুরাকীর্তি‘ জগদ্দল বিহার’ কোন জেলায় অবস্থিত?

উত্তরঃ নওগাঁ

৭৯. বাংলাদেশের কোন সাহিত্যিক২০১৯  সালে সার্ক সাহিত্য পুরস্কার অর্জন করেন?

উত্তরঃ অধ্যাপক আনিসুজ্জামান

৮০. সম্প্রতি কোন দেশটি আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে পদত্যাগ করেছে?

উত্তরঃ ফিলিপাইন ( ১৭ মার্চ ২০১৯ ফিলিপাইন  অফিশিয়ালি আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে পদত্যাগ করেছে)

Post a Comment

0 Comments