আন্তর্জাতিক সাধারণ জ্ঞান শর্ট টেকনিক


প্রণালী মনে রাখার শর্ট টেকনিক:

১.পক- (ভারত শ্রীলঙ্কাকাকে পোক দিলো)

ভারত হতে শ্রীলঙ্কা পৃথক ।


২. বেরিং- (আমেরিকা হতে এশিয়াতে

আসা বোরিং) আমেরিকা হতে এশিয়া পৃথক

৩.জিব্রাল্টার- (মরক্কো ও স্পেনে জেব্রা

পাওয়া যায়) মরক্কো (আফ্রিকা) হতে স্পেন

(ইউরোপ) পৃথক।


৪.ফ্লোরিডা- (ফ্লোরিডা কিবা?)

ফ্লোরিডা হতে

কিউবা পৃথক ।


৫.মালাক্কা- ( সুমিত্রা মালির মেয়ে)

সুমিত্রা হতে

মালয়েশিয়া পৃথক।


৬.হরমুজ- (আমিরাতের ইরানী তরমুজ খায়)

আরব

আমিরাত ও ইরানের মধ্যে

অবস্থিত।


৭.বাব-এল-মান্দেব- ( লোহা এখন আরবে )

লোহিত

সাগর ও আরব সাগরে অবস্থিত।


৮.ডোভার- (UK ও FRANCE এর মাঝে ডোবা

আছে)

যুক্তরাজ্য হতে ফ্রান্স পৃথক।


৯.বসফোরাস-  (ইউরেশিয়া) ইউরোপ হতে এশিয়া পৃথক।

১০.পানামা খাল- (উত্তর দক্ষিণ আমেরিকায়

পান খাওয়া নিষেধ)  উত্তর আমেরিকা হতে

দক্ষিণ আমেরিকা পৃথক।



১) আই বালটার উত্তর ভুল।


ব্যাখ্যা: আই=আ-আফ্রিকা;ই-ইউরোপ

বালাটার-জিব্রাল্টার প্রণালী

উত্তর-উত্তর সাগর;ভুল-ভূমধ্যসাগর

অর্থাৎ,জিব্রাল্টার প্রণালী আফ্রিকা ও ইউরোপকে পৃথক করেছে আর উত্তর সাগর ও ভূমধ্যসাগরকে যুক্ত করেছে।

___________________________________

২) এই কম কথা বলে বসে থাক।


এই=এ-এশিয়া;ই-ইউরোপ

কম=ক-কৃষ্ণসাগর;ম-মর্মর সাগর

বসে-বসফোরাস প্রণালী

অর্থাৎ,বসফোরাস প্রণালী এশিয়া ও ইউরোপকে পৃথক আবার কৃষ্ণসাগর ও মর্মর সাগরকে যুক্ত করেছে।

___________________________________

৩) সুজা সুন্দরবন জাভা নাকি?

.

সুজা=সু-সুমাত্রা;জা-জাভা

সুন্দরবন-সুন্দা প্রণাণী

জা-জাভা সাগর;ভা-ভারত মহাসাগর

___________________________________

৪) FB-তে ইংলিশ শিখার আটটি উত্তর আছে।

FB=F-France;B-Britten

ইংলিশ-ইংলিশ চ্যানেল

আটটি-আটলান্টিক মহাসাগর

উত্তর-উত্তর মহাসাগর

__________________________________

৫) ভাশি পোকা আভার কামড় দিল।

ভাশি=ভা-ভারত;শি-শ্রীলঙ্কা

পোকা-পক প্রণালী

আভার=আ-আরব সাগর;ভা-ভারত মহাসাগর

___________________________________

৬) মইন দাদা তুরস্কে যাবে।

মইন=ম-মর্মর সাগর;ই-ইজিয়ান সাগর

দাদা-দার্দানেলিস প্রণালী

তুরস্ক-তুরস্ক+ তুরস্ক

___________________________________

৭) ইস্! পাও তরমুজ খাব কেন?

ইস=ই-ইরান;স-সংযুক্ত আরব আমিরাত

পাও=পা-পারস্য উপসাগর;ও-ওমান উপসাগর

তরমুজ-হরমুজ প্রণালী

___________________________________

৮) আমেনা এসে উত্তর দিল সে বিয়ের রিং পড়বে না।

আমেনা-আমেরিকা, এসে-এশিয়া

উত্তর-উত্তর সাগর

রিং-বেরিং আবার রিং-বেরিং প্রণালী

__________________________________

৯) যুলির নামে আটবার শান্তি বর্ষিত হউক।

যুলির-যুক্তরাষ্ট্র,নামে-পানামা

আবার নামে-পানামা প্রণালী

আটবার-আটলান্টিক মহাসাগর

শান্তি-প্রশান্ত মহাসাগর

__________________________________

১০) কোরিয়ায় গিয়ে পূজা করব জেনে রাখো।

কোরিয়া-কোরিয়া প্রণালী

পূজা=পূ-পূর্ব চীন;জা-জাপান সাগর

করব-কোরিয়া,জেনে-জাপান

_________________________________

১১) মালা বাজার থেকে সুমার জন্য ব্রা কিনেছে।

মালা-মালাক্কা প্রণালী

বাজার=বা-বঙ্গোপসাগর;জা-জাভা সাগর

সুমার=সু-সুমাত্রা;মা-মালয়েশিয়া

_________________________________

১২) ইকরাম MA না পড়লে মীম তার সাথে KFC তে ফুসকা খাবে না।

MA=M-মেক্সিকো উপসাগর;A-আটলান্টিক মহাসাগর

KFC=K-কিউবা;F-ফ্লোরিডা

ফুসকা-ফ্লোরিডা প্রণালী

________________________________

১৩) UFF(উফ) ইংরেজির উত্তরটা ইকরামকে ডোবাল।

UFF=U-UK;F-France

ইংরেজির-ইংলিশ চ্যানেল,উত্তরটা-উত্তর সাগর

ডোবাল-ডোবার প্রণালী


যে সকল দেশের মূদ্রার নাম  ডলার সেগুলা মনে রাখার উপায়ঃ

# টেকনিক_1 (গনী মাঝির জামাই HSC পাশ

করে BBA পড়তে আস্ট্রেলিয়া গেল)


★গ- গায়ান

★নি- নিউজিল্যান্ড

★মা- মার্কিন যুক্তরাষ্ট্র

★ঝি- জিম্বাবুয়ে

★জা-জামাইকা

★H- হংক

★S- সিংগাপুর

★C- কানাডা

★B- বেলিজ

★B- ব্রুনাই

★A- এন্টিগুয়া অস্ট্রেলিয়া ও বারমুডা

★গেল-গ্রানাডা।

-

মধ্যপ্রাচ্যের দেশসমূহ মনে রাখার সহজ
কৌশল

# টেকনিক ২:  [ সুমি তুই আজ ওই বাম সিলিকা

রকুলে ]

★সু – সুদান/সৌদিআরব

★মি – মিশর

★তু – তুরস্ক/তিউনিসিয়া

★ই – ইরাক/ইসরাইল

★আ – আলজেরিয়া, আরব আমিরাত

★জ – জর্ডান

★ও – ওমান

★ই – ইরান/ইয়েমেন

★বা – বাহরাইন

★ম – মরক্কো

★সি – সিরিয়া

★লি – লিবিয়া

★কা – কাতার

★কু – কুয়েত

★লে – লেবানন

-

ভারতের ছিটমহল গুলো (১১১টি) বাংলদেশে যে
সকল জেলায় অবস্থিত ছিল

 টেকনিক ৩:  (কুলাপনী/ অথবা

“লাল’নীল’পাচ’কুড়ি”

★কু—কুড়িগ্রাম (১২টি)

★লা — লালমনিরহাট (৫৯টি)

★প —পঞ্চগড় (৩৬টি)

★নী — নীলফামারী (৪টি)


পারমাণবিক সাবমেরিন আছেঃ ৬টি

টেকনিক:  (UNR BF CI)(উনার BF চাই)

★UN=যুক্তরাষ্ট্র

★R=রাশিয়া

★B=ব্রিটেন

★F=ফ্রান্স

★C = চীন

★I=ভারত


বাংলাদেশে সর্বমোট নিরক্ষর মুক্ত
জেলা-৭টি।

(প্রথম নিরক্ষর মুক্ত জেলা-মাগুরা)

 টেকনিক৬:

(সিরাজ চুমা লাগা)

★১। সি – সিরাজগন্জ (৭ম, ১০ মে ২০০৩)

★২। রা -রাজশাহী

★৩। জ – জয়পুরহাট

★৪। চু – চুয়াডাঙ্গা

★৫। মা- মাগুরা (১ম)

★৬। লা – লালমনিরহাট


গাজীপুর GCC ভুক্ত দেশগুলোঃ
উপসাগরীয় সহযোগিতা পরিষদ।

টেকনিক ৭:    [“ওমা সৌদি বেয়াইন আমারে

কাতুকুতু”দেয়।]

★ওমা= ওমান

★সৌদি = সৌদি আরব

★বেয়াইন = বাহরাইন

★আমারে = সংযুক্ত আরব আমিরাত

★কাতু = কুয়েত

★কুতু = কাতার


দূরপ্রাচ্যের দেশগুলোঃ

 টেকনিক৮ :   [চীনতা কর মফিজ]

★চীন = চীন

★তা = তাইওয়ান

★কর= কোরিয়া (উত্তর/ দক্ষিন)

★ম = মঙ্গোলিয়া

★ফি = ফিলিপাইন

★জ = জাপান


OPEC ভুক্ত দেশগুলোঃ

 টেকনিক ৯ :     [ইরান, ইরাকের, ইক্ষু, আম, আলু

ও লেবুতে ভেজাল নাই। সৌদি, আমারে, কাতু’কুতু

দেয়।]

★এখানেঃ ইরান, ইরাক, ইকুয়েডর, অ্যঙ্গোলা,

আলজেরিয়া, লিবিয়া, ভেনেজুয়েলা,

নাইজেরিয়া,

সৌদি আরব, সংযুক্ত আরব

আমিরাত, কাতার, কুয়েত।


CIRDAP এর অন্তর্ভুক্ত দেশগুলোঃ

 টেকনিক ১০ :   [ NIPAI MTV FILM BS ]

[(নিপা’ই MTV FILM BS(ভালোবাসে)]

★N-Nepal,

★I-Iran,

★P-Pakistan,

★A-Afganistan,

★I-India.

★M-Malaysia,

★T-Thailand,

★V-Vietnam,

★F-Filipine,

★I-Indonesia,

★L-Laos,

★M-Mayanmar,

★B-Bangladesh,

★S-Srilanka,


Post a Comment

0 Comments