প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ৪র্থ ধাপে প্রশ্ন সমাধান ২০১৯

কুড়িগ্রাম জেলার ৪র্থ ধাপে প্রাইমারি প্রশ্নের উত্তর:



১। বাংলাদেশে কোন সালে আইসিসি ট্রফিতে চ্যাম্পিয়ন হয়?

১৯৯৭

২। ৬০ লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত ৭ঃ৩। ঐ মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত ৩ঃ৭ হবে?

৮০

৩। পুত্রজায়া হলো?

মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী

৪। জিভের সামনের অংশের সাহায্যে উচ্চারিত স্বরধ্বনিগুলোকে কী বলে?

সম্মুখ স্বরধ্বনি

৫। Kamal did not join the army, here the word army is?

A collective noun

৬। A burning means?

An important question

৭। কাজলকালো এর সঠিক বাস ব্যাক্য কোনটি?

কাজলের ন্যায় কালো

৮। রূপান্তরিত পাতার উদাহরণ কোনটি?

গোল পাতা

৯। আকাশে চাঁদ উঠেছে এখানে ‘ আকাশে ‘ কোন কারকে কোন বিভক্তি?

অধিকরণে সপ্তমী

১০৷ পৃথিবী এবং অন্য যে কোন বস্তুর মিধ্যে যে আকর্ষণ তাকে বলা হয়?

অভিকর্ষ

১১। কোন বানান টি শুদ্ধ?

parallel

১২। কোনটি তদ্ভব শব্দ?

চাঁদ

১৩। সংলাপ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

সম্ + লাপ

১৪। কোন দেশটি Schengen ভুক্ত নয়?

ব্রিটেন

১৫। কোন বানান টি শুদ্ধ?

কনিষ্ঠ

১৬। The child cried for.. Mother?

Its

১৭। Synonym for ‘ Magnificent ‘?

Splendid

১৮। What is the noun of ‘ deny’?

Denial

১৯। He addressed Mr Rahman and wished him good Morning বাক্যটির Direct speech হবে?

He said Good morning, mr Rahman

২০। নির্দিষ্ট দামে একটি দ্রব্য বিক্রি করতে ২০% ক্ষতি হলো। এটি ৬০ টাকা বেশি মূল্যে বিক্রি করতে পারলে ১০% লাভ হত৷ দ্রব্যটির ক্রয়মূল্য কত টাকা?

২০০ টাকা

২১। বাহাদুর শাহ পার্ক কোথায় অবস্থিত?

ঢাকায়

২২। Which one is always used as singular?

Bread

২৩। মনির ও তপনের আয়ের অনুপাত ৪ ৩। তপন ও রবিনের আয়ের অনুপাত ৫ঃ৪। মনিরের আয় ১২০ টাকা হলে রবিনের আয় কত?

৭২ টাকা

২৪। বার্ষিক ১০% মুনাফায় ৮০০০ টাকার ৩ বছরের চক্রবৃদ্ধি মূলধন হবে?

১০৬৪৮,(১০৬৮০)

২৫। Let the book be read by you বাক্যের Active form?

Read the book

২৬। a= √3 + √2 হলে a3 +3a + 3a -1 + a-3 এর মান কত?

18√2

২৭। একেই বলে সভ্যতা গ্রন্থটির রচয়িতা কে?

মাইকেল মধুসূদন দত্ত

২৮।কোন বাবানান টি শুদ্ধ?

রীতিনীতি

২৯। কোন ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়?

ভিটামিন এ

৩০৷ I… him only one letter up to now?

Have sent

৩১। জাতিসংঘের সদর দপ্তর কোথায়?

নিউইয়র্ক

৩২। Karim as well as rahim.. Praise?

Deserves

৩৩। বাংলাদেশের প্রথম EPZ কোথায় গড়ে উঠেছে?

চট্টগ্রাম

৩৪। ১০২৪ এর বর্গমূল কত?

৩২

৩৫। Ensure means?

Make certaun

৩৬। গরিবের জন্য বড়লোকের দরদটা মাছের মায়ের পুত্রশোকের মতোই এ বাক্যে মাছের মায়ের পুত্রশোক কোন অর্থে ব্যাবহৃত হয়েছে?

মিথ্যাশোক

৩৭।৮০,৯৬,..১২৮ শূন্য স্থানের সংখ্যাটি কত হবে?

১১২

৩৮। কোন শব্দটি বিদেশী প্রত্যয় ব্যাবহৃত হয়েছে?

চালবাজ

৩৯।কোনটি খাঁটি বাংলা উপসর্গ?

ইতি

৪০। তালব্য বর্ণ কোনগুলি?

ই,জ,ঞ,য়

৪১। রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে সাহিত্য নোবেল পুরষ্কার পান?

৫২

৪২। ছয়টি পরপর পূর্ণ সংখ্যা দেয়া আছে। ১ম তিনটির যোগফল ২৭ হলে শেষ ৩ টির যোগফল কত?

৩৬

৪৩। কোনটি Present perfect tense?

I have had the news

৪৪। The Study of Religion is..

Theology

৪৫। একটি সংখ্যার বর্গ তার বর্গমালের চেয়ে ৭৮ বেশি হলে সংখ্যাটি কত?

৪৬। x+1/x = 2 হয় তাহলে x এর মান কত?

৪৭। ঢেউ এর প্রতিশব্দ কোনটি?

বীচি

৪৮। কোনটি সঠিক বানান?

সৌজন্য

৪৯। SDG লক্ষ্যমাত্রা কোন সালের মধ্যে অর্জন করতে হবে?

২০৩০

৫০। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয় কোন তারিখে?

৮ সেপ্টেম্বর

৫১। নদীটি উত্তরমুখে প্রবাহিত – এখানে মুঝ কোন অর্থ প্রকাশ করে?

দিক

৫২। Bottom line means?

The essential point

৫৩। পোড়ামাটি নীতি কোব বাহিনীর জন্য প্রযোজ্য ছিল?

পাকিস্তান সেনাবাহিনী

৫৪। কোন বানানটি শুদ্ধ?

Remittance

৫৫। দুটি কোণের পরিমাওএর যোগফল দুই সমকোণ হলে কোন দুটি পরস্পর?

সম্পূরক কোণ

৫৬। শামীমের আয় ও ব্যায়ের অনুপাত ২০ঃ ১৫ হলে তার নাসিক সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ?

২৫%

৫৭। ৬০ লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত ২ঃ১। কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাতটি ১ঃ২ হবে?

৬০

৫৮। At home এর অর্থ হচ্ছে?

Familiar with

৫৯। বিনা যত্নে উৎপন্ন হয় যা এর বাক্যে সংকোচন কি?

অযত্নস্ত্বত

৬০। Black and blue অর কী?

উত্তম মধ্যম

৬১। Log82= কত?

১/৩

৬২। তাঁর টাকা আছে কিন্তু তিনি দান করেন না কোব ধরনের বাক্যে?

যৌগিক

৬৩। কোনটি শুদ্ধ বাক্য?

তার সৌজন্যে আমি আমি সুযোগটি পেয়েছি

৬৪। একটি বোতলে আমের জুসের পরিমান ৩৫০ মি.লি। ২৪ টি বোতলে জুসের পরিমাণ কত লিটার?

৮.৪

৬৫। I would like.. Information, please?

Some

৬৬। ফারাক্কা বাঁধ তৈরি করা হয়েছে কোন নদীর উপর?

গঙ্গা

৬৭। দুটি লাইন একে অন্যের সাথে ২ মিটার দূরে সমান্তরালভাবে চকে যাচ্ছে। তারা একে অন্যের সাথে মিলিত হবে কত মিটার দূরে ?

কখনই নয়

৬৮। x^ – 3x -2 কে x+1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কি হবে?

৬৯। দুটি সংখ্যার গ. সা.গু ও ল. সা. গু যথাক্রমে ১২ ও ১৬০। একটি সংখ্যা ৮০ হলে অপর সংখ্যাটি কত?

২৪

৭০। ২+৪+৮+১৬+…. এই ধারাটির কততম পদের মান ১২৮?

৭১।বস্তুর ভর ভূপৃষ্টে বা ভূ পৃষ্ঠের উলরে অবস্থানের পরিবর্ত এর সাথে?

পরিবর্তিত হয়

৭২। Which one is Reflexive pronoun?

Myself

৭৩। বাংলাদেশ সরকার ব্যাবস্থা কোম ধরনের?

মন্ত্রিপরিষদ শাসিত

৭৪। সমজাতীয় একাধিক পদ পরপর থাকলে কোব বিরামচিহ্ন বসে?

কমা

৭৫। ৫৩৫ টাকায় একটি জামা বিক্রি করে শতকরা ৭ ভাগ লাভ হয়। জামাটি কত টাকায় বিক্রি করলে শতকরা ২০ ভাগ ক্ষতি হবে?

৪০০

৭৬। ১৯৭১ সালের ৭ ই মার্চ বঙ্গবন্ধু কোথা ভাষণ দিয়েছিলেন?

ঢাকার রেসকোর্স ময়দানে

৭৭। আন্তর্জাতিক ধান গবেষণা ইনিস্টিটিউট কোন দেশে অবস্থিত?

ফিলিফাইন

৭৮। বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়?

১৯৭১ সালের ১০ এপ্রিল

৭৯। রিকেটস কোন ভিটামিনের অভাবে দেখা দেয়?

ভিটামিন ডি

৮০। মা খোকাকে চাঁদ দেখাচ্ছে এ বাক্যে দেখাচ্ছে কোন ক্রিয়া?


কোড 4021 এবং 3918


০১| সমজাতীয় একাধিক পদ পরস্পর থাকলে কোন বিরামচিহ্ন বসে?

উত্তর→কমা বসে

(যেমন সুখ,দুঃখ,আশা,নৈরাশ্য)


০২| সংলাপ এর সঠিক সন্ধি বিচ্ছেদ?

উত্তর→সম্+লাপ

তেমনি সম্+বাদ=সংবাদ


০৩| “আকাশে”চাঁদ উঠেছে “আকাশে”কোন কারকে কোন বিভক্তি?

উত্তর→অধিকরণে ৭মী

(আকাশের যে কোন এক জায়গায়)


০৪| তার টাকা আছে কিন্তু দান করেন না।কোন ধরনের বাক্য?

উত্তর→যৌগিক বাক্য

(কিন্তু,সুতরাং,এবং ইত্যাদি যৌগিক অব্যয়)


০৫| “কাজলকালো”এর সঠিক ব্যাসবাক্য কী?

উত্তর→কাজলের ন্যায় কালো।

(উপমান কর্মধারয় সমাস কারণ কাজল বিশেষ্য কালো বিশেষণ)


০৬| জিভের সামনের অংশের সাহায্যে উচ্চারিত স্বরধ্বনিকে কী বলে?

উত্তর→সম্মুখ স্বরধ্বনি


০৭| বিনা যত্নে উৎপন্ন হয় যা”এক কথায়?

উত্তর→অযত্নসম্ভূত


০৮| তালব্য বর্ণ কোনগুলো?

উত্তর→চ,ছ,জ,ঝ(প্রশ্ন অস্পষ্ট)


০৯| মাছের মায়ের পুত্র শোক কী?

উত্তর→মিথ্যা শোক


১০| কোন বানানটি সঠিক?

উত্তর→কনিষ্ঠ

সমাধান→রমজান


১১| মা খোকাকে চাঁদ দেখাচ্ছে এখানে দেখাচ্ছে কোন ক্রিয়ার উদাহরণ?

উত্তর→প্রযোজক ক্রিয়ার


১২| “ঢেউ”এর প্রতিশব্দ কী?

উত্তর→ঊর্মি


১৩| “একেই কি বলে সভ্যতা” কার রচনা?

উত্তর→মাইকেল মধুসূদনের


১৪| কোনটি খাঁটি বাংলা উপসর্গ?

উত্তর→ইতি

(অব,অতি,পরি সংস্কৃত)


১৫| কোন শব্দটিতে বিদেশি প্রত্যয় ব্যবহৃত হয়েছে?

উত্তর→চালবাজ(ফারসি বাজ প্রত্যয়)

(কলমবাজ,ধান্দাবাজ ধোঁকাবাজ ইত্যাদি)


১৬| নদীটি উত্তরমুখে প্রবাহিত এখানে মুখ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

উত্তর→দিক অর্থে


১৭| কোনটি সঠিক বানান?

উত্তর→সৌজন্য

(সৌজন্যতা প্রত্যয় জনিত ভুল)


১৮| শুদ্ধ বাক্য কোনটি?

উত্তর→তার সৌজন্যে আমি সুযোগটি পেয়েছি


১৯| কোনটি তদ্ভব শব্দ?

উত্তর→চাঁদ—–চন্দ্র>চাঁদ

(চন্দ্র, সূর্য,গগন,ভবন,পবিত্র তৎসম)


২০| কোন বানানটি সঠিক?

উত্তর→রীতিনীতি


(সমাধান কোড 3918)


০১| কোন বানানটি সঠিক?

উত্তর→যথোচিত

(যথোচিত অর্থ যথেষ্ঠ বা উপর্যুক্ত)


০২| ইট-পাথরের দালান,এখানে “ইট-পাথরের” কোন কারকে কোন বিভক্তি?

উত্তর→করণে ৭মী


০৩| ছেড়া চুলে খোপা বাঁধা”মানে?

উত্তর→বৃথা চেষ্টা


০৪| ব্যয় করতে কুণ্ঠাবোধ করেন যিনি?

উত্তর→কৃপণ

(যে অধিক ব্যয় করতে কুণ্ঠাবোধ করে- ব্যয় কুণ্ঠ)


০৫| উপকূল কোন সমাস?

উত্তর→অব্যয়ীভাব সমাস

(কূলের সদৃশ=উপকূল)


০৬| কোন বানানটি সঠিক?

উত্তর→অভ্যন্তরীণ


০৭| উপরের ও নিচের ঠোঁটের সাহায্যে উচ্চারিত ধ্বনিকে কী বলে?

উত্তর→ওষ্ঠ ধ্বনি


০৮| “চিকুর”শব্দের প্রতিশব্দ নয় কোনটি?

উত্তর→কর


০৯| নিচের কোন শব্দটি প্রত্যয় সাধিত?

উত্তর→খণ্ডিত(খণ্ড+ইত)


১০| সৈয়দ শামসুল হকের নাটক কোনটি?

উত্তর→পায়ের আওয়াজ পাওয়া যায়

(এটি কাব্যনাট্য-১৯৭৫)


১১| কোন বানানটি সঠিক?

উত্তর→গৃহিনী


১২| বিদেশি উপসর্গ কোন শব্দে ব্যবহৃত হয়েছে?

উত্তর→নিমরাজি(ফারসি উপসর্গ)


১৩| কোনটি তৎসম শব্দ?

উত্তর→লক্ষ্য


১৪| কোন বাক্যটি শুদ্ধ?

উত্তর→তাহার জীবন সংশয়াপূর্ণ


১৫| এত অল্প টাকায় মাস চলবে না এখানে চলা কোন অর্থে ব্যবহৃত?

উত্তর→সংকুলান হওয়া


১৬| নাসিক্য বর্ণ কোনগুলো?

উত্তর→ঙ,ঞ,ণ


১৭| সমাসবদ্ধ পদ বিচ্ছিন্ন করে দেখানোর জন্য কোন বিরাম চিহ্ন বসে?

উত্তর→হাইফেন

(মা-বাবা,সাত-সতের)


২০| বাবুল পড়ে”এ বাক্যে পড়ে কোর ক্রিয়া?

উত্তর→অসমাপিকা ক্রিয়া


প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ৪র্থ ধাপের প্রশ্নের সমাধান সেট ২৮১৫


১. Kamal did not join the army , here the word army is–


২. The study of religion is– Theology


৩. কোনটি সঠিক বানান- সৌজন্যে


৪. শামীমের আয় ও ব্যয়ের অনুপাত 20:15 হলে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ?–


৫. 535 টাকায় একটি জামা বিক্রি করে শতকরা 60 ভাগ লাভ হয় জামাটি কত টাকায় বিক্রি করলে শতকরা 20 ভাগ ক্ষতি হবে–


৬. 60 লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত 7:3 । ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত 3:7 হবে—


৭. জিভের সামনের অংশের সাহায্যে উচ্চারিত স্বরধ্বনি গুলোকে কি বলে-সম্মুখ স্বরধ্বনি


৮. Which one is reflexive pronoun—


৯. গরিবের জন্য বড়লোকের দরদটা মাছের মায়ের পুত্রশোকের মতোই , এ বাক্যে মাছের মায়ের পুত্রশোক কোন অর্থে ব্যবহৃত হয়েছে-মিথ্যা শোক


১০. বিনা যত্নে উৎপন্ন হয় যা -এর বাক্য সংকোচন কি–অযত্নজাত


১১. বার্ষিক 10% মুনাফায় 8000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন হবে–


১২.


১৩. কোনটি তদ্ভব শব্দ- চাঁদ


১৪. আকাশে চাঁদ উঠেছে এখানে আকাশ কোন কারকে কোন বিভক্তি-


১৫. সমজাতীয় একাধিক পদ পরপর থাকলে কোন বিরাম চিহ্ন বসে-সেমিকোলন


১৬. 1024 এর বর্গমূল কত-


১৭. কাজলকালো এর সঠিক ব্যাসবাক্য কোনটি- কাজলের ন্যায় কালো


১৮. মনির ও বোনেরা এর অনুপাত 4ঃ3 । তপন রবিনের আই এর অনুপাত 5ঃ4 । মনিরের আয়ের 120 টাকা হলে রবিনের আয় কত-


১৯. মা খোকাকে চাঁদ দেখাচ্ছে এ বাক্যে দেখাচ্ছে কোন ক্রিয়া–প্রযোজক


২০. জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত-নিউইয়র্ক -নিউইয়র্ক


২১. বাংলাদেশের প্রথম ইপিজেড কোথায় গড়ে উঠেছে-চট্টগ্রাম


২২. বাহাদুর শাহ পার্ক কোথায় অবস্থিত-ঢাকায়


২৩. পোড়ামাটি নীতি কোন বাহিনীর জন্য প্রযোজ্য ছিল-পাকিস্তান সেনাবাহিনী


২৪. Karim as well as rahim –praise–


২৫. কোনটি শুদ্ধ বাক্য-তার সৌজন্যে আমি সুযোগটি পেয়েছি


২৬. Ensure means–


২৭. সংলাপ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি- সম+ লাপ


২৮. I — him only one letter up to now—


২৯. রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে সাহিত্যে নোবেল পুরস্কার পান— 52 বস


৩০. The child cried for — mother–


৩১. Which one is always used as singular–


৩২. 2+4+8+16+ ——- এই ধারাটির কত তম পদের মান 128 ?—


৩৩. Let the book be read by you “ বাক্যের active form হচ্ছে–


৩৪.


৩৫.


৩৬.


৩৭.


৩৯. কোন বানানটি শুদ্ধ-রীতিনীতি


৪০. At home এর অর্থ হচ্ছে–


৪১. পৃথিবী এবং অন্য যে কোন বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে বলা হয়- মধ্যাকর্ষ


৪২. বাংলাদেশ কোন সালে আইসিসি ট্রফি চ্যাম্পিয়ন হয়–1997


৪৩. কোন বানানটি শুদ্ধ-কনিষ্ঠ


৪৪.


৪৫. বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়-


৪৬. Black and blue অর্থ কি –


৪৭. দুইটি কোণের পরিমাপ এর যোগফল দুই সমকোণ হলে কোন দুটি পরস্পর-


৪৮.


৪৯. দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 12 ও 160 । একটি সংখ্যা 80 হলে অপর সংখ্যাটি কত-


৫০.


৫১. 80, 96—–128 শূন্যস্থানে সংখ্যাটি কত হবে-


৫২. নদী-টি উত্তর মুখে প্রবাহিত এখানে মুখ কোন অর্থ প্রকাশ করে- দিক


৫৩. 1971 সালের 7 ই মার্চ বঙ্গবন্ধু কোথায় ভাষণ দিয়েছিলেন- ঢাকার রেসকোর্স ময়দান


৫৪. পুত্রজায়া হল- মালেশিয়ার প্রশাসনিক রাজধানী


৫৫.কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়- ভিটামিন এ


৫৬. 6 টি পরস্পর পূর্ণ সংখ্যা দেয়া আছে প্রথম তিনটির যোগফল 27 হলে শেষ তিনটির যোগফল কত-


৫৭.কোনটি খাঁটি বাংলা উপসর্গ- আব


৫৮.


৫৯. একেই কি বলে সভ্যতা গ্রন্থটির রচয়িতা কে- মাইকেল মধুসূদন দত্ত


৬০. রূপান্তরিত পাতার উদাহরণ কোনটি-আকর্ষী


৬১. কোন শব্দটিতে বিদেশি প্রত্যয় ব্যবহৃত হয়েছে-


৬২. তালব্য বর্ণ কোনগুলো-


৬৩. Synonym for magnificance- Splendid


৬৪. লাইন একে অন্যের থেকে দুই মিটার দূরে সমান্তরালভাবে চলে যাচ্ছে । তারা একে অন্যের সাথে মিলিত হবে কত মিটার দূরে–


৬৫. রিকেটস কোন ভিটামিনের অভাবে দেখা দেয়- ভিটামিন ডি


৬৬. ঢেউ এর প্রতিশব্দ কোনটি- বীচি


৬৭. নির্দিষ্ট দামে একটি দ্রব্য বিক্রি করতে 20% ক্ষতি হলো এটি 60 টাকা বেশি মূল্যে বিক্রি করতে পারলে 10% লাভ হতো দ্রব্যটির ক্রয়মূল্য কত–


৬৮. Black and blue অর্থ কি–


৬৯. কোন বানানটি শুদ্ধ-


৭০. কোনটি present perfect tense এর উদাহরণ- I have heard the news


৭১. আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট কোন দেশে অবস্থিত- ফিলিপাইন


৭২. ‍ A burning question means– An important question


৭৩. Bottom line means– The essential point


৭৪.বাংলাদেশের সরকার ব্যবস্থা কোন ধরনের- মন্ত্রিপরিষদ শাসিত


৭৫. He addressed Mr . Rahman and wished him good morning বাক্যটির direct speech হবে-


৭৬. ফারাক্কা বাঁধ তৈরি করা হয়েছে কোন নদীর উপর-গঙ্গা নদী


৭৭. SDG লক্ষ্যমাত্রা কোন সালের মধ্যে অর্জন করতে হবে- 2030 সালে


৭৮. একটি সংখ্যার বর্গ তার বর্গমূলের চেয়ে 78 বেশি হলে সংখ্যাটি-


৭৯. তার টাকা আছে কিন্তু দান করেন না কোন ধরনের বাক্য-যৌগিক


৮০.বস্তুর ভর ভূপৃষ্ঠে বা ভূ-পৃষ্ঠের উপরে অবস্থানের পরিবর্তনের কারণে- পরিবর্তিত হয়




Post a Comment

0 Comments