বাংলাদেশ নির্বাচন কমিশনের চতুর্থ শ্রেণির চাকরির পরীক্ষার সমাধান-২০১৯


১. গীতাঞ্জলি কার লেখা–রবীন্দ্রনাথ ঠাকুর


২. নিচের কোনটি চলিত ভাষারীতির উদাহরণ?–আমি তাকে দেখে খুশি হয়েছি


৩. মনের ভাব প্রকাশের প্রধান বাহন কোনটি?– ভাষা


৪. ‘অকালকুষ্মাণ্ড’ শব্দের অর্থ কি–অপদার্থ


৫.‘ অপমান’ শব্দের ‘অপ’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত–বিপরীত


৬.‘ যা পূর্বে ছিল, এখন নেই’ এক কথায় কি বলে?–ভূতপূর্ব


৭. পানির সমার্থক শব্দ কোনটি?–বারি


৮. প্রচুর শব্দের বিশেষ্য রূপ কোনটি?–প্রাচুর্য


৯.‘ ইচ্ছা’ বিশেষ্যর বিশেষণটি নির্দেশ কর–ঐচ্ছিক


১০. সঠিক বানান কোনটি?– সংশপ্তক


১১.উদ্যোগ শব্দের সন্ধি বিচ্ছেদ কি?–উৎ+যোগ


১২.‘কোথায় থাকা হয়’ এটি কোন বাচ্য?–ভাববাচ্য


১৩. ক্ষমার যোগ্য- এর বাক্য সংকোচন কোনটি?–ক্ষমার্হ


১৪.‘সংশয়’ এর বিপরীতার্থক শব্দ কোনটি?– প্রত্যয়


১৫. ‘রাবণের চিতা’ বাঘধারাটির অর্থ কি?–চির অশান্তি


১৬.‘ চাচা কাহিনীর লেখক কে?–সৈয়দ মুজতবা আলী


১৭. কোনটি বিশেষণ বাক্যের শব্দ–জীবনী


১৮. নির্মল এর বিপরীত শব্দ কি—-পঙ্কিল


১৯. ক্রিয়াপদের মূল অংশকে বলা হয়–ধাতু


২০.‘ সে কি যাবে’- এটি কোন ধরনের বাক্য?-প্রশ্নসূচক


২১.‘ এসপার ওসপার’ বাগধারাটির অর্থ কি?- মীমাংসা


২২.‘গোবর গণেশ’ এই বাগধারাটির অর্থ কি?-মূর্খ


২৩.কোন বানানটি সঠিক?– নিরীহ


২৪.‘ গুড়ে বালি’ কথাটির অর্থ কি?– আশায় নৈরাশ্য


 


ইংরেজী অংশ সমাধানঃ


২৫. ——is she? She is my Friend from London. Ans: Who


২৬. Today is Wednesday. Yesterday it ______ Tuesday. Ans: was


২৭. Where —-Sarah Live? Ans: does


২৮. I ——Tennis every Sunday morning. Ans: play


২৯. Sorry she can’t pick up the phone. She… a bath. Ans: is having


৩০. I think I…. a new calculator. This one does not work properly any more. Ans: need


৩১. I —for my pen. Have you seen it? Ans: am looking


৩২. You can keep my iPod if u like. I____ it any more. Ans: Don’t use


৩৩. The antonym of ‘ Beautiful is- Ans: Ugly


৩৪.The antonym of ‘ Terrible ‘ is- Ans: Soothing


৩৫. The antonym of ‘Mighty ‘ is- Ans: Weak


৩৬. The antonym of ‘Modern ‘ is- Ans: Ancient


৩৭. The synonym of ‘Cease ‘ is- Ans: Stop


৩৮. The synonym of ‘ Prohibit is- Ans: Forbid


৩৯. The synonym of ‘ Synopsis is- Ans: Summary


৪০. The synonym of ‘ Pacific is- Ans: Clam


৪১. The synonym of ‘ Security is- Ans: Safety


৪২. কোনটি শুদ্ধ বানান? Ans: Catastrophe


৪৩. কোন বাক্যটি শুদ্ধ? Ans: He will sit for the exam.


৪৪. ইংরেজীতে অনুবাদ করুনঃ এখন সোয়া সাতটা বাজে। Ans: It’s quarter past seven.


৪৫. Endeavor শব্দের অর্থ কি? Ans: চেষ্টা করা


৪৬. Wolf এর plural কি? Ans: Wolves


৪৭. I met him yesterday. বাক্যটি কোন Tense? Ans: Past indefinite


৪৮. কোন বাক্যটি শুদ্ধ? Ans: The ant is an intelligent insect.


 


গণিত অংশ সমাধানঃ


৪৯. ২৫০ ডিগ্রী কোণকে কি কোণ বলে— প্রবদ্ধ কোণ


৫০. রহিম, জামাল, মার্জিয়া একটি কাজ ২০, ১২ ,১৫ দিনে করতে পারে। তারা একত্রে কত দিনে কাজটি করতে পারবে? উত্তরঃ ৫ দিনে


৫১. সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে 3 ও 4 সেমি হলে অতিভুজ এর মান কত- ৫ সে.মি


৫২. একটি পুতুল 25% লাভে 375 টাকায় বিক্রয় করা হলো। পুতুলটির ক্রয় মূল্য কত ছিল?— ৩০০ টাকা


৫৩. দুটি পূরক কোণের সমষ্টি কত–৯০°


৫৪. চিনির দাম 20% কমে গেল চিনির ব্যবহারে কি পরিমাণ বাড়ালে পূর্বের ন্যায় অপরিবর্তিত থাকবে— ২৫%


৫৫.(a-b) কে (a-b) দ্বারা গুন করলে কত হবে? A2-2ab+b2


৫৬. (x-5) ( x+4)= ?—-x2-x-20


৫৭. X+xy+2y+2y2 উৎপাদক কত—– (1+y) (x+2y)


৫৮.দুটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ হলে একটিকে অপরটির কি বলে—সম্পূরক কোণ


৫৯. সরল সুদের হার শতকরা কত টাকা হলে, যে কোন মূলধন ৮ বছরে সুদে-আসলে তিনগুণ হবে—২৫%


৬০. (4+5+3)2= ? Ans: 144


৬১. একটি বিদ্যালয়ের 50% শিক্ষার্থী ছাত্রাবাসে অবস্থান করে। ছাত্রাবাসের সৌভাগ্যবান 60% শিক্ষার্থী একক কক্ষ পায়। যদি সৌভাগ্যবান শিক্ষার্থীর সংখ্যা 1200 হয় তবে বিদ্যালয়ের মোট শিক্ষার্থীর সংখ্যা কত? ২৫০০


৬২. 15ax2/5x=? Ans: 3ax


৬৩.সমকোণ এর কোণের মান কত- ৯০°


৬৪. একটি কলম ৭২০ টাকায় বিক্রয় করায় ১০% ক্ষতি হয়। কত টাকায় বিক্রয় করলে ২০% লাভ


হবে? Ans: ৯৬০


 


সাধারণ অংশ সমাধানঃ


৬৫. প্রশ্ন অস্বচ্ছ হওয়ায় এই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হয়নি


৬৬. শহীদ বুদ্ধিজীবী দিবস কোনটি— 14 ডিসেম্বর


৬৭.ইংল্যান্ডের মুদ্রার নাম কি—পাউন্ড


৬৮. নিচের কোন দেশটির কোন সমুদ্র বন্দর নেই—নেপাল


৬৯. নিচের কোন জেলাটি চায়ের জন্য প্রসিদ্ধ- সিলেট


৭০.বাংলাদেশের জাতীয় সংগীতের রচয়িতা কে- রবীন্দ্রনাথ ঠাকুর


৭১.পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ- বাংলাদেশ


৭২. বাংলাদেশের সীমান্তবর্তী দেশ- ২ টি


৭৩. বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর–তিনটি


৭৪. বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি—- বঙ্গবন্ধু -1


৭৫.রেড আর্মি কোন দেশের সংগঠন—জাপান


৭৬.বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি লোক কোন ভাষায় কথা বলে-চাইনিজ মান্দারিন


৭৭.বাংলাদেশে সবচেয়ে বেশি রপ্তানি করে—– চীন


৭৮.পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়–১৯৯৭


৭৯. কোনটি স্থানীয় সরকার নয়- পল্লী বিদ্যুৎ


৮০. জনসংখ্যার দিক দিয়ে বৃহত্তম মুসলিম রাষ্ট্র— ইন্দোনেশিয়া




Post a Comment

0 Comments